বান্দরবানের পাহাড় থেকে উদ্ধার ৩ জনের মরদেহ হস্তান্তর

রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ার পাহাড়ি এলাকা থেকে সোমবার বিকালে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 03:04 PM
Updated : 9 May 2023, 03:04 PM

বান্দরবানের রোয়াংছড়ির গহিন পাহাড় থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করেছে পুলিশ।

নিহতদের পরিবারের কোনো সদস্য মরদেহ বুঝে নিতে না আসায় বমদের সামাজিক সংগঠন বম সোস্যাল কাউন্সিলের (বিএসসি) কাছে এসব হস্তান্তর করা হয় বলে জানান রোয়াংছড়ি থানার এসআই সাইফুল ইসলাম।

এ বিষয়ে এখন থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি জানিয়ে এসআই বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতরা হলেন রোয়াংছড়ি রনিন পাড়ার বাসিন্দা লিয়ান থম বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমেরের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

বিএসসি সভাপতি জারলম বম জানান, মরদেহগুলো নিহতের পরিবারের সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের মাধ্যমে সমাহিত করার জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।

Also Read: বান্দরবানের পাহাড় থেকে গুলিবিদ্ধ ৩ লাশ উদ্ধার

সোমবার বিকালে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইক্ষ্যং পাড়ার পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির পর সেখানে এই তিনজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

নিহতদের মধ্যে নেমথাং বম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অন্য দুজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটল তা উৎঘাটনে পুলিশ তৎপর রয়েছে।”

এদিকে জেলা আওয়ামী লীগ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মৃতের সৎকারের জন্য।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মংখিংসাই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত তিনজনের সৎকার করার জন্য জেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।