জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।
Published : 01 Jan 2025, 05:52 PM
ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার ভোরে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বিজিবির নিয়মিত টহল দল জয়ন্তীনগর, ছাগলনাইয়া, খেজুরিয়া এবং যশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, টি-শার্ট, লেহেঙ্গা ও ভারতীয় হুইস্কি জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
তিনি বলেন, চার মাসে সীমান্তে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সেইসঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটকের অভিযান চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।