অফিসের প্রশিক্ষণে যোগ দিতে বাড়ি থেকে নোয়াখালীর উদ্দেশে বের হয়েছিলেন ওই যুবক।
Published : 03 Feb 2025, 12:04 AM
চাঁদপুর শহরের আবাসিক হোটেল থেকে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে শহরের বিপনীবাগ বাজার সংলগ্ন ‘নিউ রুপসী চাঁদপুর’ হোটেলের দ্বিতীয় তলার ৯ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান।
নিহত মো. রুবেল হাসান রাফি (২৮) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের বাসিন্দা।
পুলিশ বলছে, রুবেল চিকিৎসক পরিচয়ে শনিবার সন্ধ্যায় ওই হোটেলের ৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। তবে, সেখানে তার প্রকৃত পরিচয় গোপন রেখে নোয়াখালী জেলার চাটখিল থানার কাচারি বাজার এলাকার মোহাম্মদ আরিফুল হক (২৭) পরিচয় দেন।
নিহত রুবেলের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, গ্লোব ফার্মাসিটিক্যালসে মতলব উত্তরে কর্মরত ছিলেন তার ভাই। শনিবার সকালে অফিসের প্রশিক্ষণে যোগ দিতে গ্রামের বাড়ি থেকে নোয়াখালীর উদ্দেশে বের হন রুবেল। এরপর জাহাঙ্গীর ফোনে জানতে পারেন, চাঁদপুরের একটি হোটেলে তার ভাইয়ের লাশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়ে। বিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”