পটুয়াখালীর কুয়াকাটায় আটকরা সমুদ্র পথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে কোস্ট গার্ডের ভাষ্য।
Published : 28 Feb 2025, 06:56 PM
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাগরের মোহনায় জেলে সেজে মাদক পাচারের সময় ১৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চার লাখ ইয়াবা।
বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের মোহনা ও লেম্বুরবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
আটকরা হলেন- নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত এবং খলিল আহম্মদ। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নিজামপুর কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তানভীর আজবাল হৃদয় বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্ট গার্ড ও র্যাব সদস্যরা কুয়াকাটা সৈকতের পাশে লেম্বুরবনে সাগর মোহনায় অভিযান চালায়।
“এ সময় একটি ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় ১৬ জনকে; যারা এসব ইয়াবা সমুদ্রপথে পাচারের চেষ্টা করছিলেন।”
এ ছাড়া লেম্বুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি বস্তায় অন্তত তিন লাখ ইয়াবা পাওয়া যায় বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা তানভীর আজবাল।
চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে ভাষ্য কোস্ট গার্ডের।
কোস্ট গার্ড জানায়, আটকদের ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আসামিদের কলাপাড়া আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম।