মামলায় অভিযোগ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকা অর্জন করেছেন।
Published : 24 Dec 2024, 11:25 PM
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোরে দুদক দুটি মামলা করেছে।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন বলেন, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলম ওই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেছেন।
এককভাবে স্বপন ভট্টাচার্য্যর বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন উপ-পরিচালক নিজেই।
আল-আমিন তার মামলার অভিযোগে বলেছেন, স্বপন ভট্টাচার্য্য জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গিপূর্ণ ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকার সম্পদ অর্জন করেছেন।
অপরদিকে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম অভিযোগ করেছেন, তন্দ্রা ভট্টাচার্য্য জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকা অর্জন করেছেন। স্বপন ভট্টাচার্য্য অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণ করে প্রভাব বিস্তার এবং আর্থিক সহায়তায় তার স্ত্রীর সেই সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন।
দুটি মামলাতেই তাদের ব্যাংক হিসেবের লেনদেন অস্বাভাবিক বলে বর্ণনা করা হয়েছে।