হিন্দু সম্প্রদায়ের মানুষজন যাতে হামলার শিকার না হয়, সেজন্য তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা।
Published : 09 Aug 2024, 06:28 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের ভয়ভীতি দূর করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকায় প্রচার চালিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীরা জানান, স্বাধীন দেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা কেউ দেখতে চায় না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের ভয়-ভীতি দূর করতে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে তাদের সাহস যুগিয়ে যাচ্ছেন।
সচেতনতামূলক প্রচার কর্মসূচির মাধ্যমে স্বাধীনভাবে জীবন-যাপনের জন্য তাদের উৎসাহ দিচ্ছেন শিক্ষার্থীরা।
এ উপজেলায় যাতে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত কিংবা হামলার শিকার না হয়, সেজন্য সবসময় তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা।