“ঘরে থাকা ধান বেচার নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব মালামালই পুড়ে গেছে। আমরা সর্বস্ব হারিয়েছি।”
Published : 14 May 2024, 03:52 PM
নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় সাতটি বসতঘর আগুনে পুড়ে গেছে।
ভুক্তভোগীদের দাবি, আগুনে প্রায় চার হাজার মণ ধান পুড়ে গেছে তাদের। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকার।
মঙ্গলবার সকালে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা জানান, খালিয়াজুরী ইউনিয়নের যোগীমারা গ্রামে সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড হয়।
আগুনে ওই গ্রামের রাহুল সরকার, জুয়েল সরকার, কালীপদ সরকার, তাপস সরকার, অপু সরকার, সুদিন সরকার ও মোড়ল সরকারের বসতঘর পুড়েছে।
সকালে আগুনে পুড়ে যাওয়া এসব বসতঘর পরিদর্শন করে ইউএনও সেলিম মিঞা বলেন, “প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ির সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। তাপে ঘুম ভেঙে গেলে আগুন লাগার বিষয়টি টের পান তারা।”
“তখন তাদের ডাকাডাকিতে গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সাতটি বসতঘর, ধান ও বাড়িতে থাকা মালামাল ততক্ষণে পুড়ে যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারিভাবে দ্রুত দুই বান্ডিল করে টিন দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত রাহুল সরকার বলেন, “আগুনে আমরার প্রায় ৪ হাজার মণ বোরো ধান পুড়েছে। ঘরে থাকা ধান বেচার নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব মালামালও পুড়ে গেছে।
“আমরা সর্বস্ব হারিয়েছি। আমাদের কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”