বাগেরহাটে হোটেল থেকে জাল নোটসহ সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

হোটেলের কক্ষ ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে ছেড়ে আসছেন বলে জিজ্ঞাসাবাদে মৃধা জানিয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 02:27 PM
Updated : 23 March 2023, 02:27 PM

বাগেরহাট শহরে একটি আবাসিক হোটেল থেকে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে রাহাতের মোড়ে ‘বিলাস আবাসিক হোটেলে’ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপারের গণমাধ্যম উইংয়ে সমন্বয়ক পরিদর্শক আশরাফুল আলম। 

গ্রেপ্তার মো. মোশারেফ মৃধা (৪২) পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের বাসিন্দা।

আশরাফুল আলম বলেন, গোপন তথ্য পেয়ে বিলাস আবাসিক হোটেলের চারতলার একটি কক্ষে অভিযানে চালিয়ে মোশারেফ মৃধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

“হোটেলের ওই কক্ষ তল্লাশি করে ১৮টি এক হাজার টাকার জাল নোট, এক হাজার টাকা সাইজের ৪০টি কাগজ, দুইটি কালো কাপড় এবং দুই বোতল টাকা ছাপার তরল পদার্থ জব্দ করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃধা জানিয়েছেন, তিনি র্দীর্ঘদিন ধরে শহরের এই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে ছেড়ে আসছেন।” 

তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।