ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা বলেন, সীমান্ত এলাকায় উত্তেজনায় ক্ষেত-খামারে কাজ বন্ধ রেখেছেন স্থানীয়রা।
Published : 08 Jan 2025, 12:15 PM
চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ-ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়, সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় এই বেড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহানন্দা ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
সোমবার সকালে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস ও ৩ এস সীমান্ত এলাকার বিপরীতে সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ।
এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান ও সীমান্তের টহল জোরদার করে বিজিবি। সীমানা ঘেঁষে তাদের কাজ করতে দেখে তীব্র আপত্তি জানায় বিজিবি।
সেদিন বিজিবির তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। এ ঘটনায় সীমান্তবর্তী দুইদেশের জনসাধারণের মাঝেও উত্তেজনা ছড়ায়।
পরে সোমবার বিকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।
এতে উত্তেজনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার দুপুরে আবার বেড়া তৈরির কাজ শুরু হলে উত্তেজনার পরিস্থিতি ফের বেড়ে যায়। পরে এদিন বিকালেও দুপক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা বলেন, “এক সময় পাতিয়া ছিল খরস্রোতা নদী। এ নদীর মাছের সুমিষ্টতার সুনাম ছিল। স্বাধীনতার পরেও বর্ষা-বন্যায় পানিতে ভরে উঠতো নদী। কিন্তু কালক্রমে ভারত থেকে বাংলাদেশে আসা এই নদীটি মরে গেছে।”
এ জনপ্রতিনিধি আরও বলেন, “নদীর উপর ভারতীয় অংশে সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। উন্মুক্ত এ স্থানে নতুন করে সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। জানতে পেরে বাধা দেয় বিজিবি। ”
পরে মঙ্গলবার বিকালে সীমান্ত এলাকা পরিদর্শন করেন মহানন্দা ব্যাটেলিয়নের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্তে নির্মাণ কাজ করতে হলে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর সমন্বয় করতে হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সমন্বয় না করে নির্মাণ কাজ করছিল। এতে করে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, “সীমান্তের পরিবেশ স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতিতে ভয়ের কোনো কারণ নেই।”
তবে বুধবার সকাল থেকে বিএসএফ ফের বেড়া নির্মাণের কাজ করছে জানিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা বলেন, “সীমান্তের পরিস্থিতি থমথমে রয়েছে। সীমান্তের দুপারে বিএসএফ ও বিজিবির সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় উত্তেজনায় ক্ষেত-খামারে কাজ বন্ধ রেখেছেন তারা।”