“আমি ফয়জুল করীম সাহেবকে বলেছিলাম যে, হামলাকারী কেউ রক্ষা পাবে না। আপনারা পুলিশের ওপর আস্থা রাখুন।”
Published : 12 Jun 2023, 10:29 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমকে আঘাত করা ‘ব্যক্তিকে’ আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর নগরীর চৌমাথা এলাকা থেকে হামলাকারীকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম স্বপন (৪৫)। তবে তার বিস্তারিত কোনো পরিচয় জানানো হয়নি।
ওসি বলেন, “ইসলামী আন্দোলনের প্রার্থীকে অভিযোগ দিতে বলেছি। তিনি অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে আটক করতে পেরেছি। আমি ফয়জুল করীম সাহেবকে বলেছিলাম যে, হামলাকারী কেউ রক্ষা পাবে না। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।”
এ ঘটনার রেশ ধরে নগরীতে যেন বিশৃঙ্খলা করা না হয় সে বিষয়েও প্রার্থীকে অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি।
পুলিশ কমিশনার বলেন, “তারপরও যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেষ্টা করেন তাহলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে।”
এর আগে নগরীর ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে হাতপাখা মার্কার প্রার্থী ফয়জুল করীমের গায়ে হাত তোলার অভিযোগ উঠে।
ফয়জুল করীম বলেন, ৩০-৪০ জন ‘নৌকা সমর্থক’ অতর্কিতভাবে এই হামলা চালায়। ঘুষিতে তার মুখ রক্তাক্ত হয়ে যায়।
ভোট শেষে মামলা করার ঘোষণাও দেন ইসলামী আন্দোলনের নেতা।
আরো পড়ুন :