“শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় নাম পরিবর্তন করা হয়েছে।”
Published : 20 Feb 2025, 06:33 PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে তিনটি আবাসিক হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করা হয়েছে।
“সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম বিজয় ২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম তাপসী রাবেয়া বসরী হল এবং শেখ হাসিনা হলের নাম কবির সুফিয়া কামাল হল রাখা হয়েছে। এছাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল বলেন, “শিক্ষার্থীদের দেওয়া ২২ দফার মধ্যে এসব পরিবর্তন ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় নাম পরিবর্তন করা হয়েছে।”
“আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে। নোটিশ জারির সঙ্গে সঙ্গে আদেশ কার্যকর হয়েছে।”
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন তারা।