বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে প্রথমে শহীদুল্লাহ এবং তাকে বাঁচাতে গিয়ে ফেরদৌসিও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান স্বজনরা।
Published : 15 Feb 2025, 10:04 AM
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নে সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম।
নিহতরা হলেন- ওই মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) এবং তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। ফেরদৌসি একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গেলে গিয়ে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এসআই আব্দুল হালিম বলেন, স্বামী-স্ত্রীর লাশ থানায় নিয়ে এসেছেন স্বজনরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।