Published : 28 Sep 2024, 03:35 PM
বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন পিকআপের চালকের সহকারী।
শুক্রবার গভীর রাতে গৌরনদীর গাইনের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন।
নিহত চঞ্চল সরকার (৫৫) ঝালকাঠি সদর উপজেলার সংগ্রাম নীল গ্রামের নগেন্দ্র নাথ সরকারের ছেলে। তিনি দেশীয় ফলের ব্যবসায়ী ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপুল বলেন, ব্যবসায়ী চঞ্চল সরকার ট্রাকে আমড়া নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের গাইনের পাড় এলাকায় এসে পৌঁছুলে ট্রাকটির চাকা পাংচার হয়ে যায়।
তখন সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রেখে চাকা পরিবর্তন করা হচ্ছিল। পাশে বসে তা দেখছিলেন চঞ্চল সরকার। এ সময় ঢাকাগামী একটি পিকআপ এসে ট্রাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মারা যান চঞ্চল সরকার। পিকআপে আটকে পড়ে আহত হয় চালকের সহকারী সাইদুল।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যানবাহন দুইটি আটক রয়েছে।
এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন ওসি।