তারা দুইজন নির্মাণাধীন ভবনটির জন্য লোহার রড নিয়ে এসে চারতলায় তুলে দিচ্ছিলেন।
Published : 25 Dec 2024, 09:35 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কদমতলী এলাকার ফয়সাল আহমেদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানাধীন দক্ষিণপাড়া গ্রামের ভেজাল বর্মনের ছেলে ছায়াপদ (৩৫) এবং একই থানার পাথরখুড়া গ্রামের মৃত হরিদাসের ছেলে নিল দাস (৬০)।
তারা কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ও ব্যাটারিচালিত রিকশা বা ভ্যান চালাতেন।
স্থানীয় লোকজন ও নিহতদের স্বজনদের বরাতে ওসি শাহীনুর আলম বলেন, তারা দুইজন নির্মাণাধীন চারতলা ভবনটির জন্য লোহার রড নিয়ে এসে ভবনটিতে তুলে দিচ্ছিলেন।
“পরে তারা ভবনটির তিনতলায় থাকাবস্থায় লোহার একটি রড পাশের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে দু’জন বিদ্যুতায়িত হয়ে ভবনের নিচে পড়ে যান।”
তাদেরকে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দু’জনের মরদেহ পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।