স্থানীয়রা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে জুনেদ তার বড় ভাই নওশাদকে ছুরিকাঘাত করে।
Published : 02 Sep 2024, 04:42 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈত্রিক বসতভিটা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার সকালে উপটজেলার দোয়াখানী এলাকায় এ ঘটনা ঘটে বলে এ বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহত নওশাদ মিয়া (৪০) ওই এলাকার কিম্মত আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই নওশাদের ছোট ভাই ২৫ বছর বয়সী জুনেদ মিয়া পালাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, পৈত্রিক বসতভিটা নিয়ে নওশাদ ও জুনেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ তার বড় ভাই নওশাদকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুল বলেন, “হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”