রাতে স্থানীয়রা রাস্তার উপর ওই তরুণের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন, বলেন ওই এলাকার সাবেক এক ইউপি চেয়ারম্যান।
Published : 30 Jan 2025, 09:56 PM
টাঙ্গাইল সদর উপজেলায় এক রডমিস্ত্রিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।
নিহত ১৮ বছর বয়সি ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন।
দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু বলেন, “রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে দুষ্কৃতকারীরা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।
ওসি তানভীর আহমেদ বলেন, “কী কারণে, কারা তাকে হত্যা করেছে, এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ।”