ওই যুবকের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে ওসি জানান।
Published : 17 Apr 2025, 06:22 PM
লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাসহ যুবক নিখোঁজ রয়েছেন পাঁচ দিন ধরে।
বুধবার ওই যুবকের মা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান।
নিখোঁজ আরিফ ইসলাম শুভ (২১) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মো. সেলিমের ছেলে।
শুভর মা শিরিন আক্তার অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রোববার সকালে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগে আরো বলা হয়, তার সঙ্গে থাকা রিকশাটির মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এছাড়া তার কাছে ৩ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন রয়েছে।
পরিবারের ধারণা, অটোরিকশাটি ছিনতাইসহ শুভর ক্ষয়-ক্ষতি করতে এ ঘটনা ঘটিয়েছে অজ্ঞাতরা। শুভর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছে তার পরিবার।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, শুভর সন্ধানে পুলিশ কাজ করছে।