৫ অগাস্ট হামলাকারীরা শেরপুর কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ বন্দিকে পালাতে সহায়তা করে।
Published : 26 Dec 2024, 04:52 PM
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির মিডিয়া কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।
গ্রেপ্তার ছম আলী (৬৮) শেরপুর সদর উপজেলার বড়ইতলা গ্রামের শরবেশ আলীর ছেলে। যার কয়েদি নং- ৫০৫৮/এ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে হামলা চালায়। হামলাকারীরা স্থাপনার ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ বন্দিকে কারাগার থেকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে কারাগার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সরবরাহ করা তালিকা ধরে পলাতক বন্দিদের গ্রেপ্তার অভিযানে নামে র্যাব ।
এই ধারাবাহিকতায় জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকোড়া এলাকায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছম আলীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ওই কয়েদিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের জামালপুর কোম্পানির এই মিডিয়া কর্মকর্তা।