প্রাণ এগ্রোর কভার্ড ভ্যানটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিল বলে জানায় পুলিশ।
Published : 15 Nov 2023, 07:28 PM
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার আইড়মারি তরমুজ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, প্রাণ এগ্রোর একটি কভার্ড ভ্যান ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে চলন্ত কভার্ড ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
কে বা কারা কভার্ড ভ্যানটিতে আগুন দিয়েছে তা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে বলে জানান ওসি মোনোয়ারুজ্জামান।