প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা ও কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Published : 27 Feb 2025, 09:12 PM
ময়মনসিংহ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩ টন পাম তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় প্রতিষ্ঠান মালিককে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে বিসিক শিল্প এলাকায় এমজি এন্টারপ্রাইজে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) কেএম রাফসান রাফি।
অভিযানে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কেএম রাফসান রাফি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে বিপুল তেল মজুদের গোপন তথ্যের ভিত্তিতে বিসিকের এমজি এন্টারপ্রাইজের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।
“অভিযানে ওই গুদাম থেকে ৫৩ টন পামওয়েল জব্দ করি। এ সময় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
“একইসঙ্গে এমজি এন্টারপ্রাইজের কর্মচারী সুজন বিন্দু ঠাকুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এমজি এন্টারপ্রাইজের মালিকের নাম জানতে চাওয়া হলেও তা জানাতে অপরাগতা প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
কেএম রাফসান রাফি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তাই অবৈধ কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।