রয়েল টিউলিপ রিসোর্টের সুইমিংপুলে পড়ে শিশুর মৃত্যু

পরিবারের সদস্যদের অগোচরে সুইমিংপুলে পড়ে গেলে চট্টগ্রামের রাঙ্গুনীয়া থেকে বেড়াতে যাওয়া শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2022, 08:02 PM
Updated : 7 Oct 2022, 08:02 PM

কক্সবাজারের ইনানীতে রয়েল টিউলিপ সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উখিয়ার ইনানীর সমুদ্র সৈকতে অবস্থিত ওই পাঁচ তারকা রিসোর্টের সুইমিংপুলে এ ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. অলিউর রহমান।

নিহত শিশু মারিয়া চৌধুরী (৭) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার মুজিবুর রহমান চৌধুরীর মেয়ে।

নিহতের স্বজন ও হোটেল কর্তৃপক্ষের বরাতে এসআই অলিউর জানান, শুক্রবার সকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মুজিবুর। পরে তারা রয়েল টিউলিপে ওঠেন।

বিকালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুজিবুর সুইমিংপুলে গোসলে নামেন। এসময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমি ও মেয়ে মারিয়া সুইমিংপুলের পাড়ে বসেছিলেন।

এক পর্যায়ে শিশু মারিয়া মায়ের অগোচরে সুইমিংপুলে নেমে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে স্বজন ও রিসোর্টের কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারি উপ পরিদর্শক মো. রিপন চৌধুরী জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।