লাল রংয়ের পাতলা সুতি কাপড় পরিচিত ‘লালসালু’ হিসেবে। বিশেষ এই কাপড় মূলত ব্যবহৃত হয় শীতের লেপ তৈরির কাজে। মাজারসহ আরও নানা কাজেও এই কাপড়ের কদর রয়েছে। এই লালসালু তৈরি হয় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়। শীতের শুরুতে লেপের চাহিদা থাকায় নভেম্বর-ডিসেম্বর মাসে সালুতে লাল হয়ে যায় নরসিংদী জেলার বিভিন্ন মাঠ আর খোলা প্রান্তর।
Published : 06 Dec 2024, 02:18 PM