ওই বিএনপি নেতাকে শুক্রবার রাতে স্থানীয় বাজারে দেখা যায় বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি।
Published : 30 Nov 2024, 08:41 PM
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী থেকে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নদীর প্রজাপতি এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন জেলেরা।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।
নিহত আব্দুল হাই (৬৫) উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
উপজেলার পাথর্শী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, আব্দুল হাইকে শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত স্থানীয় মলমগঞ্জ বাজারে দেখেছেন অনেকে। এরপর থেকে পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে খোঁজে পাচ্ছিলেন না। শনিবার সকালে তার লাশ যমুনা নদীতে পাওয়া যায়।
তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছেন সম্রাট।
পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার আলম বলেন, “বিএনপি নেতা আব্দুল হাই ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।”
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।”