আহতদের চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 29 Nov 2024, 02:52 PM
গোপালগঞ্জে সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন; তাদের মধ্যে দুইজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
শুক্রবার উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।
আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখসহ (৩০) চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ বলেন, “বিনা উস্কানীতে মিকাইল শেখের লোকজন আমাদের ওপর হামলা করে। পরে সংঘর্ষ বেধে গেলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
পালটা অভিযোগ করে মিকাইল শেখ বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে খসরুল আলম শেখের লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে এটি সংঘর্ষের রূপ নেয়।”
ওসি সাজেদুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।