রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
Published : 12 Apr 2024, 10:29 PM
ঈদের রাতে বরগুনার আমতলী উপজেলায় ঘরে আগুন লেগে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে, এতে দগ্ধ হয়েছে তার বাবা-মাও।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হানিফ।
নিহত শিশুর নাম হাবিবা। দগ্ধ মা রানী বেগম এবং বাবা হানিফ হাওলাদারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মধ্যরাতে চুলা থেকে বাড়িতে আগুন লাগে। এ সময় হানিফ পরিবার নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হাবিবা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হন হানিফ ও তার স্ত্রী।
খবর পেয়ে আমতলীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
তিনি বলেন, দগ্ধ হানিফ ও রানী বেগমকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হানিফ।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, রানী বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।