এ দেশ অসাম্প্রদায়িক চেতনার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে ও আলোকিত হবে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2022, 02:56 PM
Updated : 30 Sept 2022, 02:56 PM

এ দেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। স্বাধীনতা যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এ দেশ। এ দেশে আমরা সবাই মিলে এক সঙ্গে চলবো।”

শুক্রবার বিকালে ভোলার লালমোহন উপজেলার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাচ্ছেন। যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে ও আলোকিত হবে।”

ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তোফিক ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ছিলেন।

খেলায় ৩-২ গোলে কালমা ইউনিয়ন একাদশককে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ জয় লাভ করে।