ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, জানিয়েছেন স্থানীয়রা।
Published : 23 Mar 2025, 02:25 PM
গাজীপর নগরীতে লরি ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
রোববার সকালে নগরীর পুবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- গাজীপুর নগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয়রা বলেন, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং আরও কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আমিরুল বলেন, দুর্ঘটনায় ট্রাক ও ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।