কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Published : 25 Feb 2025, 11:42 AM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সোয়া ১টার দিকে রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলায় সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটিতে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন-রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।
এ কমিটির সদস্যদের আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাজেকে পুড়ল রিসোর্ট-কটেজসহ ৯৫ স্থাপনা
সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সাজেকের আগুন
সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ২০ রিসোর্ট
এর আগে সোমবার বেলা সোয়া ১টার দিকে সাজেক পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসন থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯০-৯৫টির অধিক স্থাপনা ভস্মিভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।