“বাপ-দাদা লাঠি খেলতো। এই লাঠি বাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই।”
Published : 14 Apr 2025, 03:57 PM
বর্ষবরণের আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুরে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলা চত্বরে লাঠি খেলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি লাঠিয়াল দল অংশ নেয়।
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ খেলা দেখতে ভিড় জমায়। নয়নের সঙ্গে কামরুল আর গফুরের সঙ্গে নিপাজের লাঠি খেলা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।
লাঠিয়াল নয়ন এক ভাইয়ের মাধ্যমে হরিরামপুরে লাঠি খেলা দেখাতে এসেছেন বলে জানান।
তিনি বলেন, “বাপ-দাদা লাঠি খেলতো। তাই এ খেলা শিখেছি। এই লাঠি বাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই।”
লাঠিয়াল নিপাজ বলেন, “৫০ বছর ধরে লাঠি খেলছি। আমগো এলাকার একজনের মাধ্যমে লাঠি খেলা দেখাতে হরিরামপুরে এসেছি।”
নিলয় কর্মকার বলেন, “উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে গানের আয়োজনের পাশাপাশি লাঠি খেলা ভাল লেগেছে। চমৎকার আয়োজন। আমরা মুগ্ধ হয়েছি।”
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বলেন, “উপজেলা প্রশাসনের নানা আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ লাঠি খেলা। লাঠি খেলা শুধু খেলা না। এটা আমাদের পুরনো ঐতিহ্য। এছাড়া এটা এক ধরনের মার্শাল আর্ট, আত্মরক্ষার কৌশলও। ঐতিহ্যকে ধরে রাখতেই লাঠি খেলার আয়োজন।”
লাঠি খেলায় হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।