শতাধিক পথশিশুর মাঝে এসব জামা বিতরণ করে সামাজিক সংগঠন ‘আলোকিত নরসিংদী’।
Published : 28 Mar 2025, 04:38 PM
ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ‘আলোকিত নরসিংদী’ নামের একটি সামাজিক সংগঠন শহরের পৌর পার্কে শতাধিক পথশিশুর মাঝে এসব জামা বিতরণ করে।
সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে এতে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক এবং দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস উপস্থিত ছিলেন।
এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবাসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, “ছাত্রজীবন থেকে অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের একত্রে করে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুই দিন তাদের পড়ানো হয়। পাশাপাশি ঈদসহ বিভিন্ন অকেশনে তাদের উন্নত খাবার দেওয়া হয়।
“ঈদে রঙিন জামা বিতরণ করে শতাধিক পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ প্রতি বছর অব্যাহত থাকবে।”