রেলবাজার নিয়ে কোন্দল থেকে হত্যাকাণ্ড, ধারণা পুলিশের।
Published : 18 Mar 2025, 01:56 AM
যশোর শহরের রেল বাজারের ইজারাদারকে মাঝরাতে বুকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত মীর সাদী (৩৫) সোমবার রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান বলেন, শহরের রেল গেট এলাকায় বেসরকারি পঙ্গু হাসপাতালের সামনে কিছুটা দূরে থেকে তার বুকে গুলি করা হয়।
তিনি বলেন, বুকে একাধিক গুলিবিদ্ধ সাদীকে যশোর জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতরে তার মৃত্যু হয়।
জেলার ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, মোটরসাইকেলে বসে বাড়ি যাওয়ার পথে পঙ্গু হাসপাতালের সামনে সুমন ওরফে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক ’সন্ত্রাসী’ সাদীকে গুলি করে পালিয়ে যান।
থানা পুলিশ ও গোয়েন্দাদের ধারণা, রেল বাজার নিয়ে কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে।
নিহতের লাশ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করার তথ্য দিয়েছেন পরিদর্শক বাবুল।