পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 19 Mar 2025, 07:25 PM
জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় ভ্যান চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি জাহিদ হোসেন।
নিহতরা হলেন- ওই উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) এবং একই গ্রামের ইদ্রিস আলী (৬০)।
আহতরা হলেন- ওই গ্রামের ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ এবং বুরাইল গ্রামের আশরাফ আলী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জাহিদ বলেন, বাঁশের ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিল একটি ব্যাটারি চালিত ভ্যান। পথে ওই এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ভ্যান যাত্রী নিহত হন।
“পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালকসহ দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।