১০ জানুয়ারি শহরের বড়বাজার এলাকা থেকে কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 15 Jan 2025, 12:14 AM
নেত্রকোণা শহরের বড়বাজারে কলেজ শিক্ষক হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুক্কু চৌহান (২৪) পৌর শহরের গরুহাট্টা এলাকার মৃত চান্দী চৌহানের ছেলে। তার বিরুদ্ধে সদর, গাজীপুরের টঙ্গী থানায় মাদক, চুরি, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।
মঙ্গলবার বিকালে নেত্রকোণা বিচারিক আদালতের বিচারক মো. মঞ্জুরুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
তিনি জানান, সোমবার রাতে শহরের নাগড়া এলাকা থেকে রুক্কু চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
১০ জানুয়ারি দুপুরের দিকে শহরের বড়বাজার এলাকা থেকে কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী নিভা রায় ১২ জানুয়ারি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
ওসি বলেন, আসামি ধরতে সিসিটিভি ক্যামেরার ভিডিও এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে।