“হত্যার পর পালিয়ে যাওয়ার সময় একটা মাঠের মধ্যে পড়ে ছেলের মৃত্যু হয়”, বলছে পুলিশ।
Published : 23 Mar 2025, 11:59 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবাকে হত্যা করার পর এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নড়িয়া থানা বলছে, রোববার সন্ধ্যায় মুক্তারের চর ইউনিয়নে পারিবারিক কলহের মধ্যে ওই যুবক তার বাবাকে হত্যা করে। কিছু সময় পর তারও লাশ পাওয়া যায়।
মারা যাওয়া দুজন হলেন চেরাগ আলী বেপারীকান্দি এলাকার মকবুল হোসেন মোল্লা (৫৫) ও তার ছেলে রুবেল মোল্লা (৩৫)।
নড়িয়া থানার ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, "সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে ছেলেটি তার বাবাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় একটা মাঠের মধ্যে পড়ে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আর মকবুলকে হাসপাতালে নেওয়ার পর রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার লাশ পাওয়া যায়।
রুবেলের মৃত্যু সম্পর্কে ওসি বলেন, “লাশে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।”