স্কুলগামী শিশুটির প্রাণ গেল ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে

ক্ষুব্ধ স্থানীয়দের ভাষ্য, পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই শিশু রিয়ানের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 12:15 PM
Updated : 28 May 2023, 12:15 PM

বরিশালে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফ হোসেন। 

নিহত রিয়ান হোসেন (৯) ওই গ্রামের মো. আকাশের ছেলে। 

এসআই জানান, শনিবারের ঝড়ে বালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে যায়। সকালে রিয়ান স্কুলে যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ রিয়ানের মরদেহ উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবার অভিযোগ দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় পল্লী বিদ্যুতের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

তাদের অভিযোগ, পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই রিয়ানের মৃত্যু হয়েছে। তার ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা ঘটত না। 

এ বিষয়ে পল্লী বিদ্যুতের এজিএম মো. হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ঝড়-বৃষ্টি শেষ হওয়ার পর রাতেই কাজ শুরু হয়, রোববার ভোররাত পর্যন্ত সংশ্লিষ্টরা মেরামত কাজ করেছেন। 

“কিন্তু ওই স্থানে ছিঁড়ে পড়া তার সম্পর্কে স্থানীয়রা কিছু জানাননি। ফলে সকালে সেটি মেরামত ছাড়াই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তার পড়ে থাকতে দেখে হয়ত শিশুটি সেটি ধরেছিল, এতে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। এটা নিছকই দুর্ঘটনা।”