তার শরীর ও প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলি জব্দ করা হয় বলে জানায় র্যাব।
Published : 05 Aug 2023, 08:33 PM
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, শুক্রবার রাতে উপজেলার সালমানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউছার হোসেন (৩৮) ওই এলাকার বাসিন্দা।
কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব শুক্রবার রাতে ওই এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এক প্রাইভেট কার আরোহী কাউছার হোসেনকে আটক করে র্যাব।
“পরবর্তীতে তার দেহ ও প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলি জব্দ করা হয়।”
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।এ ছাড়া জব্দ হওয়া অস্ত্রগুলো তিনি বিভিন্ন সময়ে ভাড়ায় দিতে বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় কাউছারের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।