ঘূর্ণিঝড় রেমালের কারণে জেলায় এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক।
Published : 28 May 2024, 03:32 PM
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বান্দরবানে একটি বেইলি সেতুর গাইড ওয়াল দেবে যাওয়ায় রুমা-থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে বান্দরবান থেকে আনুমানিক ছয় কিলোমিটার দূরে রুমা-থানচি সড়কে ফারুক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিন্দু চাকমা জানান।
তিনি বলেন, “ভারি বৃষ্টির কারণে মিলনছড়ি ক্যাম্প ও লাইমী পাড়ার মাঝামাঝি বেইলি ব্রিজের দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উভয় দিকে অনেক গাড়ি আটকে পড়েছে।”
থানচি বাস মালিক সমিতির লাইন ম্যান সাহাব উদ্দীন বলেন, “ওই ব্রিজের গাইড ওয়াল ভেঙে গিয়ে এক পাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে সব প্রকার ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত থাকা দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মোসলেহউদ্দীন বলেন, “সড়কটি মূলত সেনাবাহিনীর ১৯ ইসিবি-প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের। তাদেরকে অবহিত করা হয়েছে।
“১৯ ইসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যতদ্রুত সম্ভব সংস্কার করে যান চলাচলের উপযোগী করবে।”
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বান্দরবানেও রোববার থেকে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি আকারের ঝড়ো হাওয়া বইছে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, “দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। এ ছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে জেলায় এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।”