কুমিল্লায় রেল গেইট পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
Published : 01 Feb 2025, 12:37 AM
কুমিল্লা নগরে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৮টায় নগরের শাসনগাছা রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
নিহত আবু মুছা মোসলেম (৬৫) চান্দিনা উপজেলার বারেরা গ্রামের প্রয়াত সুরত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রেইসকোর্স এলাকার ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন। ওই এলাকার গার্ডেন টাইলসে চাকরি করতেন তিনি।
মোসলেমের ছেলে আইয়ূব আলী মিঠু বলেন, সন্ধ্যায় তার বাবা রেইসকোর্স চিশতিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শাসনগাছা হাঁটতে যান। ফেরার পথে রেল গেইট পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।