তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।
Published : 30 Jan 2025, 08:05 PM
ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক মানস রঞ্জন দাস জানান।
এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। এ সময় ফরহাদের মাথায় হেলমেট থাকলেও হাতে হাতকড়া ছিল না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, সাবেক মন্ত্রী স্বাভাবিক চেহারায় আদালতে উপস্থিত হয়। এ সময় ছাত্র আন্দোলনের হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এ সময় তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর জেলা জামায়াতের তৎকালীন সেক্রেটারি জেনারেল সাইফুল মোহাম্মদ তারেক হত্যা মামলায়ও রিমান্ড আবেদন করেন। কিন্তু এদিন রিমান্ড শুনানি হয়নি। শুনানির জন্য বিচারক পরবর্তী দিন ধার্য করেন বলে জানান নাছিম।
আদালত পরিদর্শক মানস রঞ্জন বলেন, “নিরাপত্তার কথা ভেবে গোপনীয়তা রক্ষা করার কারণে কারও জানার আগেই শুনানি শেষ করা হয়।”
৫ অগাস্ট মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।