“সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি।”
Published : 28 Sep 2024, 04:05 PM
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিষ কুমারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আশিষ কুমার বলেন, সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি। পরীক্ষন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও দশম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত হচ্ছি।
তিনি আরও বলেন, ২০১৫ সালের বেতন কাঠামো নিয়ে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে শিক্ষকদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।
এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শাহিন রেজা, আমিনুল ইসলাম, মাসুদ রাব্বি, সোহেল রানা, উম্মে হাবিবা, শহিদুজ্জামান পলাশ, নকুল কুমার শাহা, মোকলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান ও সুমাইয়া ইসলাম।