“ওই ব্যক্তির পরনে কালো রঙের প্যান্ট এবং সাদা-আকাশি ছাপা ফুল হাতা শার্ট ছিল।”
Published : 07 Feb 2025, 08:47 PM
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর থানার ওসি একেএম এস ইকবাল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ থানা পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা পুলিশের। তবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ওই ব্যক্তির মরদহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ব্যক্তির পরনে কালো রঙের প্যান্ট এবং সাদা-আকাশি ছাপা ফুল হাতা শার্ট ছিল।
এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে পুলিশ কর্মকর্তা বলেন, “মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে এবং তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ওই ব্যক্তির পরিচয় সনাক্ত না হলে লাশ দাফনের জন্য মরদেহ আনজুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।