গ্যাস সংকটে কারখানাটি বন্ধ ছিল বলে জানায় কর্তৃপক্ষ।
Published : 17 Nov 2023, 04:11 PM
গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদনে ফিরেছে জামালপুরের তারাকান্দিতে স্থাপিত যমুনা সার কারখানা।
গত বৃহস্পতিবার রাত ১টা থেকে উৎপাদন শুরু হয়েছে বলে কারখানাটির মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান।
গত ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়।
দেলোয়ার হোসেন আরও জানান, প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিকটন ইউরিয়া উৎপাদনক্ষম এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাটিতে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়।
গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
পুনরায় গ্যাস সংযোগ সচল হলে গত বৃহস্পতিবার রাত ১টা থেকে ইউরিয়া উৎপাদনে যায় কারখানাটি।
সার কারখানাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘদিন পর উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক-কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষকসহ কারখানা এলাকার সাধারণ মানুষ।