Published : 29 Mar 2025, 11:28 AM
বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছে।
শনিবার সকাল পৌনে ৮টায় উপজেলার সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জনিয়েছেন।
নিহতরা হলেন -পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা এলাকার বাসিন্দা নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মোহাম্মদ শান্ত (১৪) ও মোহাম্মদ নাদিম (৮)।
ওসি মেহেদী বলেন, পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সোনার বাংলা এলাকায় এলে পাথরঘাটাগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে রাখা হয়েছে।”
ওসি আরও বলেন, “বাসটি আটক করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত বিষয়ে সিদ্বান্ত নেয়া হবে।”