“ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।”
Published : 11 Feb 2025, 11:28 AM
নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় সাইকেল আরোহী দুই শিশুর প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সুধারম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান।
নিহতরা হল-ওই ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো.আরাফাত হোসেন (৪) ও বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম (৫)।
তাদের মধ্যে আরাফাত স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর এবং আসমা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।
নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে (৩০) গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি কামরুল বলেন, “সকালে আবুল কালাম শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে তাদের স্কুলে নামিয়ে দিতে যাচ্ছিলেন। পথে নতুনহাট বাজারগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
ওসি কামরুল বলেন, “ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”