মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।
Published : 24 Dec 2024, 09:22 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিন চাকার যান নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।
নিহতরা হলেন- সোনারগাঁওয়ের আমগাঁও এলাকার সোহান ইসলাম (২৬) এবং একই এলাকার উজ্জ্বল মিয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মিঠু মিয়া।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিনজন মোটরসাইকেলে করে সোনারগাঁয়ের আমগাঁও থেকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে মোল্লারচর এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান সোহান ইসলাম। বাকি দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, সোহানের লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে বাড়ি নিয়ে গেছেন। উজ্জ্বলের লাশ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।