প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।
Published : 17 Jan 2025, 06:53 PM
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ৯ ঘণ্টার মাথায় শুক্রবার ভোরে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
নিহত করিমা বেগম (৩৮) শ্রীপুর উপজেলার কোনাগাঁও এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী । গ্রেপ্তার মঞ্জু মিয়া (৫০) একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় করিমা বেগমের ভাই আব্দুস সাত্তার কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
ওসি ইফতেখার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে করিমা বেগম কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজেদের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মঞ্জু মিয়া তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
গুরুতর অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় মামলার পর আসামিকে গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোররাতে আসামি মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি ইফতেখার হোসেন।
তিনি বলেন, “করিমা বেগমের সঙ্গে ভাশুর মঞ্জুর সু-সর্ম্পক ছিল। যেকোনো কারণে তাদের মধ্যে ফাটল ধরে। এতে ক্ষুব্ধ হয়ে করিমা বেগমকে ছুরিকাঘাত করেন মঞ্জুর।”
দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।