“স্বজনরা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Published : 06 Aug 2024, 07:45 PM
টঙ্গীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে; যিনি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি করতো বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক আনিসুর ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল হোসেন (৩৫) টঙ্গী আউচপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি ইসমাইলকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক আনিসুর ইসলাম বলেন, “ইসমাইলকে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এলাকার এক ব্যবসায়ী জানান, টঙ্গী এলাকায় যুবলীগ কর্মী পরিচয় দিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি করতো ইসমাইল। তাকে বিক্ষুদ্ধ জনতা বাড়ির সামনের রাস্তায় নিয়ে রড, লোহার পাইপ, লাঠিসোটা দিয়ে গণপিটুনি দেয়। পরে ইট ও এসএস পাইপ দিয়ে মাথা থেঁতলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসমাইলের মৃত্যুর খবরে আনন্দ উল্লাসে মেতে ওঠে স্থানীয় লোকজন।