“এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।”
Published : 27 Feb 2025, 02:31 PM
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ৮ বাংলাদেশিকে আটকের পর বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই আটজনকে হস্তান্তর করে বিএসএফ।
বুধবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাতেই পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাশিমগঞ্জ বিওপির সদস্যরা তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ওই আটজনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, “বিজিবির পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়েছে।”
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), আখা নগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে শুশান্ত রায় (২২), গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিস রায় (১৮) ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে পাথর শ্রমিক রবিউল ইসলাম (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পঞ্চগড় ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩০ এর ৬ সাব পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে মঙ্গলবার রাতে ৭ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির বিএসএফের টহলদল তাদের আটকের পর বিজিবিকে জানায়।
“পরে বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে অনুপ্রবেশকারী সাত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।”
আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর ১৩ সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে অবৈধভাবে বাংলাদেশি পাথর শ্রমিক পাথর-বালু উত্তোলন করছিলেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের ১৮ ব্যাটালিয়নের বিবেকানন্দ ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
“পরে বিষয়টি তেঁতুলিয়া বিওপির জানতে পেরে বিএসএফ বানেশ্বরজোত বিওপির সঙ্গে যোগাযোগ করে। বুধবার বিকেল ৩টায় পতাকা বৈঠকের পরে বাংলাদেশি পাথর শ্রমিককে বিজিবির কাছে হস্তান্তর করে।”
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “দালালের মাধ্যমে স্বামী-স্ত্রীসহ সাতজন ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের হাতে আটক হয়। পরে আমরা তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনি।
“অপরদিকে এক পাথর শ্রমিক সীমান্ত অতিক্রম করায় তাকেও আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকেও ফেরত দেয়। সীমান্তে বিজিবির টহল সব সময় জোরদার রয়েছে।”