কাশিমপুরে কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা

ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 11:44 AM
Updated : 14 Nov 2023, 11:44 AM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক রক্ষীর দেহ তল্লাশি করে ২০০ ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।

সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, “যে কোনো কর্মকর্তা-কর্মচারী কারাগারের বাইরে থেকে ভেতরে প্রবেশকালে দেহ তল্লাশি করা হয়। এরই অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় মতিউর কারাগারে প্রবেশের সময় তার দেহ তল্লাশি করা হয়।

“এ সময় তার পায়ের মোজায় একটি পুঁটলিতে ৯৮টি এবং অন্যটিতে ভাঙা অবস্থায় ১০২টি ইয়াবা পাওয়া যায়।

মতিউরের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি আইনেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কারা কর্মকর্তা। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]