টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মামলা চলাকালে জহিরুল পলাতক ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2023, 09:21 AM
Updated : 23 Jan 2023, 09:21 AM

টাঙ্গাইলের মির্জাপুরে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর ৩টার দিকে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার ৬৫ বছর বয়সী জহিরুলের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার আরও জানান, ২০১৩ সালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ অগাস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদি হয়ে হত্যা মামলা করেন। সেখানে জহিরুলকে প্রধান করে চারজনকে আসামি করা হয়।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলা চলাকালে জহিরুল পলাতক ছিলেন।

গোপন সংবাদে জহিরুলকে গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে মির্জপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।